প্রকাশিত: Thu, Mar 23, 2023 5:35 AM
আপডেট: Sun, Dec 7, 2025 12:52 AM

ইউক্রেনে প্রথমবারের মত ট্যাংক সরবরাহের সিদ্ধান্ত পাকিস্তানের

জাফর খান: আর্থিক সঙ্কটে বিপর্যস্ত দেশটি পরিস্থিতি সামলাতে এবারে যেন পশ্চিমা দেশগুলির সাহায্য পেতে অনেকটাই মরিয়া হয়ে উঠেছে। আর তাই আর্থিক সঙ্কট দূর করতে এবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শাহবাজ সরকার। এছাড়াও সামরিক অস্ত্রসহ প্রতিরক্ষার নানা সরঞ্জাম ইউক্রেনে পাঠাবে পাকিস্তান। বিনিময়ে আর্থিক সঙ্কটে ধুঁকতে থাকা পাকিস্তানকে সাহায্য করবে পশ্চিমা দেশগুলি। ইউক্রেন এবং পাকিস্তানের মধ্যে সামরিক এবং শিল্প চুক্তি থাকায় শুরু থেকেই দেশটিতে অস্ত্র সরবরাহ করে আসছে পাকিস্তান। ইকোনমিক টাইমস 

ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংয়ের ওয়েবসাইটের প্রাপ্ত তথ্যে দেখা গেছে, ১৯৮০ সালে দেশটি ৩৫০ টি-৮০ ইউডি মডেলের ট্যাংক ক্রয় করেছিল। আর এগুলোর মধ্য থেকে ৪৪ টি যুদ্ধ ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শেহবাজ সরকার। বিনিময়ে আর্থিক সহায়তার পাশাপাশি চীন থেকে ভিটি-৪ মডেলের বেশ কিছু ট্যাংকও পেতে যাচ্ছে পাকিস্তান। এর আগেও পোলান্ড হয়ে পাকিস্তান আনজা এম কে ২ এমএএনপিএডিএস মডেলের বেশ কিছু সামরিক অস্ত্রাদি সরবরাহ করেছে। এছাড়াও যুক্তরাজ্য মারফত আর্টিলারি শেল পাঠিয়েছিল পাকিস্তান। সম্পাদনা: সালেহ্ বিপ্লব